ওয়াশিংটন, ১৫ জুলাই (হি.স.): প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্পের জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৮০ সালে শক্তিশালী দম্পতি হিসেবে ইভান ও ডোনাল্ড ট্রাম্প ভাল প্রচার পান। ট্রাম্পের প্রথম সন্তানের মা ইভানা। এর পরেপরেই ডোনাল্ড ট্রাম্প মার্শাল ম্যাপলসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে, তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ প্রাক্তন স্ত্রীর মৃত্যুর খবর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কে নিজের বাড়িতেই জীবনাবসান হয়েছে ইভানার। তবে কী কারণে তাঁর মৃত্যু হল, তা স্পষ্ট হয়নি। ডোনাল্ড ও ইভানার তিন সন্তান রয়েছেন। প্রথম স্ত্রীর প্রয়াণের খবর জানাতে গিয়ে ট্রাম্প লিখেছেন, ‘এক জন অসাধারণ, সুন্দরী, দুর্দান্ত মহিলা ছিল ইভানা। ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা, এরিক ওঁর গর্ব ও আনন্দ ছিল। সন্তানদের নিয়ে ও খুব গর্ব বোধ করত। ওকে নিয়েও আমরা সকলে গর্বিত। আত্মার শান্তি কামনা করি।’ পেশায় মডেল ছিলেন ইভানা। ১৯৭৭ সালে ট্রাম্পের সঙ্গে বিবাহিত জীবন শুরু। সেটি ছিল ইভানার দ্বিতীয় বিয়ে। আশির দশকে নিউ ইয়র্কে ‘হাই-প্রোফাইল’ দম্পতিদের মধ্যে অন্যতম ছিলেন ট্রাম্প-ইভানা। নব্বইয়ের দশকের শুরুতে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পরে আরও দু’বার বিয়ে করেছেন ট্রাম্প। ইভানাও আরও দু’বার বিয়ে করেন।