বিবেক সংঘ – ১০৪/১০(৩৪.১)
রাজারবাগ পি.সি – ১০৬/৬(২৫)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই।। রাজারবাগ-ই চ্যাম্পিয়ন। প্রত্যাশিতভাবেই রাজারবাগ প্লে সেন্টার উদয়পুর মহকুমার সেরা ক্রিকেট ক্লাবের শিরোপা পেয়েছে। প্রায় ১০০ দিন ধরে আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে রাজারবাগ প্লে সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে হারিয়েছে বিবেক সংঘকে ৪ উইকেটের ব্যবধানে। বিজিত বিবেক সংঘকে এবারকার মতো রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হয়েছে। খেলা ছিল দর্শকাকীর্ণ জামজুরি মাঠে। ৫০ ওভারের ডে ম্যাচ। টস জিতে বিবেক সংঘ প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। কিন্তু দলীয় সাত রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বিবেক সংঘ প্রমাদ গুণলেও রাজারবাগ প্লে সেন্টার তাদের বোলিং লাইন আপের স্ট্র্যাটেজি বদল করে নেয়। একে একে নয় জন বোলারের হাতে বল তুলে দিয়ে কার্যত বিবেক সংঘকে শত রানের কাছাকাছিতে থামাতে সক্ষম হয়। নির্ধারিত ৫০ ওভার দুর অস্ত। ৩৪.১ ওভার খেলে বিবেক সংঘ ১০৪ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রীতায়ন দে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে, সর্বাধিক ৫৯ রান পায়। রীতায়ন ৭১ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৯ রান সংগ্রহ করেছিল। রাজারবাগ প্লে সেন্টারের সম্রাট সূত্রধর দুর্দান্ত বল করে ১২ রানে চারটি উইকেট তুলে নেয়। এছাড়া, রানা দত্ত দুটি এবং দেবব্রত পাল, কমল দাস ও সৌরভ দাস একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে রাজারবাগ প্লে সেন্টার বীরদর্পে খেলতে পারেনি। তবে ৪৬ রানের মধ্যে একে একে চার উইকেট হারিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়লেও মূলতঃ বাপ্পা দাস এবং শেষ দিকে সৌরভ দাস ও রানা দত্তের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং দলকে জয় এনে দেয়। ২৫ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে রাজারবাগ প্লে সেন্টার জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে বাপ্পা দাসের ৩৯ রান এবং সৌরভ দাসের অপরাজিত ২০ রান ও রানা দত্তের অপরাজিত ১৩ রান উল্লেখযোগ্য। বিবেক সংঘের বোলার শংকর পাল ও স্বপন দাস দুটি করে এবং শাহরুখ হোসেন ও আরমান হোসেন একটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি স্বরূপ বিজয়ী রাজারবাগ প্লে সেন্টারের সম্রাট সূত্রধর পেয়েছে ম্যান অব দ্য ম্যাচের খেতাব।