আগরতলা, ১৩ জুলাই৷৷ রেলে কাটা পড়ে মৃত্যু হলো ১৫ বছরের এক মেয়ের৷ ঘটনার বিবরনে জানা যায় বুধবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরিপুর আর এফ এর শঙ্করপুর এলাকার বাসিন্দা রতন গোপ এর ১৫ বছরের কন্যা জয়শ্রী গোপ বাড়ী থেকে বিদ্যালয়ে আসার নাম করে মুহুরীপুর বনবিহার এলাকায় রেল লাইনে আত্মহত্যা করে৷ পরবর্তী সময় এলাকাবাসী রেল লাইনে জয়শ্রী গোপের মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় বাইখোড়া থানায়৷
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার এস আই সৌরভ দাস ও প্রফেশনাল এস আই শিবশঙ্কর সাহা৷ তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যেই জায়গায় দুর্ঘটনা হয়েছে সেই জায়গা শান্তিরবাজার মহকুমার হলেও বিলোনিয়া থানার অধীনে রয়েছে৷ তাই খবর দেওয়া হয় বিলোনিয়া মহিলা থানায়৷ ঘটনার খবর পেয়ে বিলোনিয়া মহিলা থানার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ বিলোনিয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়৷ জয়শ্রী গোপের মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়৷ এই সুডাইড নোট এলাকবাসীকে দেখানোকে কেন্দ্র করে এলাকাবাসী ও বিলোনিয়া মহিলা থানার কর্মীর মধ্যে বিবাদ ঘটে৷
বিলানিয়া মহিলা থানার পুলিলের নিকট মৃত্যুর কারণ নিয়ে জানার চেষ্টা করলে উনারা সংবাদমাধ্যমকে কিছু বলতে নারাজ৷ লোকগুঞ্জনে শুনা যায় জয়শ্রী গোপ এলাকার এক ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ব ছিলো৷ ছেলেটি জয়শ্রীকে না জানিয়ে বিয়ে করায় অভিমানে আত্মহত্যার পথ বেছে নিলো জয়শ্রী৷ লোকগুঞ্জনে শুনা যায় বিলোনিয়া মহিলা থানার পুলিশ ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে৷ উনাদের মুখ্য উদ্দ্যেশ্য ছেলেটিকে কোনো প্রকারে বাঁচিয়ে দেওয়া৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷