আগরতলা, ১৩ জুলাই : এবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষার মার্কসিট ও সার্টিফিকেট আগামী ১৫ জুলাই (শুক্রবার) এবং ১৬ জুলাই (শনিবার) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পর্যদের অফিস থেকে দেওয়া হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এক বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সব বিদ্যালয়ের প্রধান, ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে এই তথ্য জানানো হয়েছে। বিদ্যালয়ের প্রধানশিক্ষক বা তার অনুমোদিত প্রতিনিধি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের জন্য আলাদা আলাদা অনুমতিপত্র জমা দিয়ে তাদের বিদ্যালয়ের মার্কসিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে পর্ষদ থেকে জানানো হয়েছে, এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টার্ম-২ পরীক্ষার উত্তরপত্র রিভিউ করার জন্য আলাদা আলাদা আবেদনপত্র পর্ষদের ওয়েবসাইট (www.tbse.tripura.gov.in ) এ পাওয়া যাবে। উত্তরপত্র রিভিউ-এর জন্য ছাত্রছাত্রীদের সঠিকভাবে পুরণকরা আবেদনপত্র আগামী ২২ জুলাই, ২০২২ বিদ্যালয়ে জমা দিতে হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে রিভিউ করার আবেদনপত্র পর্ষদ অফিসে জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৮ জুলাই, ২০২২।