কলম্বো, ১৩ জুলাই (হি.স.): নতুন করে অশান্ত হয়ে উঠেছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে। সূত্রের খবর, সেনাবাহিনীর বিশেষ বিমানে করে গোতাবায়া প্রতিবেশী দেশ মালদ্বীপে পালিয়ে গিয়েছেন। আন্তোনভ-৩২ বিমানে প্রেসিডেন্ট তাঁর স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে দেশ ছেড়েছেন। শ্রীলঙ্কার বায়ুসেনার মিডিয়া ডিরেক্টর জানিয়েছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং দু’জন দেহরক্ষীকে মালদ্বীপে যাওয়ার জন্য অভিবাসন, কাস্টমস এবং অন্যান্য আইনের অধীনে প্রতিরক্ষা মন্ত্রকের সম্পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছিল। ১৩ জুলাই ভোররাতে তাঁদের জন্য বায়ুসেনার বিমানের ব্যবস্থা করা হয়েছিল, সেই বিমানেই তাঁরা মালদ্বীপে পালিয়ে গিয়েছেন।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দেশজুড়ে গোতাবায়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা গোতাবায়ার সরকারি বাসভবনও দখলে নিয়ে নেয়। এই পরিস্থিতিতে গত শনিবার স্পিকারের কাছে তিনি জানান, বুধবার পদত্যাগ করবেন। কিন্তু মঙ্গলবারই জানা যায়, প্রেসিডেন্ট জানিয়েছেন, তাঁকে নিরাপদে দেশ ছাড়ার ব্যবস্থা করে দিলে তবেই তিনি পদত্যাগ করবেন। এরই মধ্যে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাতের মধ্যে সস্ত্রীক দেশ ছাড়লেন গোতাবায়া।