High Court:আজ দিল্লি হাইকোর্টে কার্তি চিদাম্বরমের আগাম জামিনের আবেদনের শুনানি

নয়াদিল্লি, ১২ জুলাই ( হি.স.) : আজ মঙ্গলবার চিনা নাগরিকদের ভিসা পেতে ঘুষ নেওয়ার মামলায় পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের আগাম জামিনের আবেদনের শুনানি হবে দিল্লি হাইকোর্টে। বিচারপতি পুনম এ বাম্বা।

গত ৩ জুন রাউজ অ্যাভিনিউ আদালত কার্তি চিদাম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কার্তি চিদাম্বরম। সিবিআই অনুসারে, ১৪ মে পি চিদাম্বরমের বাসভবনে তল্লাশির পরে মামলাটি নথিভুক্ত করা হয়েছিল।

কার্তির বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে ৫০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার পরে ২৫০ জন চিনা নাগরিকের ভিসা সহজতর করা হয়েছে।