BRAKING NEWS

Corona:মাস্ক পরা বাধ্যতামূলক হলেও একাংশের দায়সারা মনোভাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় তেমন কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ তাতে ভয়ংকর পরিস্থিতির উদ্ভব হওয়ার আশঙ্কা রয়েছে৷ সারা দেশের সাথে পাল্লা দিয়ে রাজ্য করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে৷ আক্রান্তের সংখ্যা বাড়লেও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না৷ রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর নামকা ওয়াস্তে বিধি নিষেধ আরোপ করে নিজেদের দায়িত্ব খালাস করার কৌশল নিয়েছে৷ রাজধানীর আগরতলা শহর এলাকায় খার্চি মেলায় প্রতিদিন প্রচন্ড ভিড় হচ্ছে৷ মেলায় কোন ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়নি৷ স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকারের এ ধরনের নরম মনোভাবের ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ার আশঙ্কা রয়েছে৷ যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন একমাত্র তাদেরকেই করোনা পরীক্ষা করার চেষ্টা করা হচ্ছে৷ জনবহুল এলাকা কিংবা যারা জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন তাদেরকে গণহারে করোণা পরীক্ষার তেমন কোন উদ্যোগ নেওয়া হয়নি৷ করোনা পরীক্ষার হার বৃদ্ধি করা হলে অনায়াসে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না৷ সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে বুলেটিন প্রকাশিত হয়েছে তাতেই রাজ্যে করোনা আক্রান্তের হার ৭ শতাংশের বেশি৷ স্বাভাবিক কারণেই বিষয়টি উদ্বেগের৷ রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরকে জরুরি ভিত্তিতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার৷ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে গতকাল প্রচারিত এক বিবৃতিতে প্রত্যেককে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক বলে প্রচার করা হয়েছে৷ এ ব্যাপারে ব্যাপক হারে প্রচার চালানো প্রয়োজন৷ এ সংক্রান্ত বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর মতামত জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা জানান করোনা আক্রান্ত দিন দিন বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগ জনক৷ রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বলেন এ যাত্রায় চতুর্থ ঢেউ আসার আশঙ্কা দেখা দিয়েছে৷ জনগণকে এ বিষয়ে সতর্ক থেকে করোনা মুক্ত থাকার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন৷
স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সোমবার সরকারি কর্মচারী সহ সকল অংশের জনগণকে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হলেও বাস্তবে তা পরিলক্ষিত হয়নি৷ এ ব্যাপারে প্রশাসনকে কঠোর মনোভাব গ্রহণ করতে হবে৷ জনগণকে সচেতন করার জন্য উদ্যোগ নিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *