BRAKING NEWS

Chess :রাজ্য স্কুল রেটিং দাবা সম্পন্ন, অর্শিয়া, দিগন্ত অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। অর্শিয়া পেয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন খেতাব। ওপেন বিভাগে দিগন্ত সেরা। অল ইন্ডিয়া চেস ফেডারেশন এবং ত্রিপুরা চেস এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী রাজ্যস্তরীয় স্কুল রেটিং দাবা প্রতিযোগিতা আজ, সোমবার শেষ হয়েছে। রাজধানীর এনএসআরসিসি স্পোর্টস কমপ্লেক্সে জুডো হলে আয়োজিত প্রতিযোগিতায় বালিকা বিভাগে ৪৯ জন এবং ওপেন তথা বালক বিভাগে ১০৪ জন স্কুল পড়ুয়া দাবাড়ু অংশ নিয়েছিল। বালিকা বিভাগে শীর্ষ বাছাই হলিক্রস স্কুলের অর্শিয়া দাস ৯ রাউন্ডের মধ্যে ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত ভূমিকায় চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। এছাড়া, ৭ পয়েন্ট পেয়ে হলিক্রস স্কুলেরই সমৃদ্ধি ঘোষ পেয়েছে রানার্স খেতাব। সাড়ে ছয় পয়েন্ট পেয়ে প্রণবানন্দ বিদ্যামন্দিরের একান্তিকা সরকার তৃতীয়,   ব্রিলিয়ান্ট স্টারের রাধিকা মজুমদার চতুর্থ, শ্রীকৃষ্ণ মিশন স্কুলের আরাধ্যা দাস পঞ্চম ও শ্রেয়সী সাহা ষষ্ঠ স্থান পেয়েছে। তাছাড়া, ছয় পয়েন্ট পেয়ে অক্সিলিয়াম গার্লস-এর অন্বেষা বনিক সপ্তম, হোলিক্রস স্কুলের মৌলি ভট্টাচার্য অষ্টম এবং দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের হাইমা দেববর্মা নবম স্থান অর্জন করেছে। দশম স্থান পেয়েছে হোলি ক্রস স্কুলের বৃষ্টি মজুমদার সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে। ছেলেদের বিভাগে হোলি ক্রস স্কুলের দিগন্ত রায়ও নয় রাউন্ডের খেলায় ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত ভূমিকায় চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের অগ্রজিৎ পাল সমসংখ্যক ৮ পয়েন্ট পেলেও প্রগ্রেসিভ পয়েন্টের ভিত্তিতে রানার্স খেতাব পেয়েছে। সাড়ে সাত পয়েন্ট পেয়ে উমাকান্ত ইংলিশ মিডিয়ামের দেবাংকুর ব্যানার্জি পেয়েছে তৃতীয় স্থান। ৭ পয়েন্ট পেয়ে উমাকান্ত ইংলিশ মিডিয়ামের-ই অভিজ্ঞান ঘোষ চতুর্থ, হোলি ক্রস স্কুলের অমিয় পাল পঞ্চম ও তপোজিৎ মজুমদার ষষ্ঠ স্থান পেয়েছে। সাড়ে ছয় পয়েন্ট পেয়ে হোলি ক্রস স্কুলের-ই স্বর্ণদ্বীপ নাথ সপ্তম এবং আয়ুষ সাহা অষ্টম স্থান পেয়েছে। হোলি স্প্রিং-এর আত্রেয় রায় বর্মন নবম এবং ডন বসকো স্কুলের অনুরাগ সাহা দশম স্থান পেয়েছে। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। প্রসঙ্গত তামিলনাড়ুর চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য ৪৪-তম চেস অলিম্পিয়াডকে সামনে রেখে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় সেরা দুইজন বালক এবং বালিকাদের পাশাপাশি সরকারি বিদ্যালয় থেকে সেরা একজন করে ছেলে এবং মেয়ে মোট ছয়জনকে চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য ৪৪-তম চেস অলিম্পিয়াডে বিশ্ব বরেণ্য দাবাড়ুদের খেলা দেখার সুযোগ করে দেবে ফেডারেশন বিনা খরচে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন রাজ্য স্কুল রেটিং দাবায় সাফল্য অর্জনকারী এবং চেস অলিম্পিয়াডে খেলা দেখার সুযোগ যারা পাবে, যেমন মেয়েদের বিভাগে অর্শিয়া দাস, সমৃদ্ধি ঘোষ এবং সুকান্ত একাডেমি গার্লস-এর আকৃতি দেবনাথ (সরকারি স্কুল হিসেবে প্রথম) এবং বালক বিভাগে দিগন্ত রায়, অভিজ্ঞান ঘোষ ও অগ্রজিৎ পাল — তাদের ইতিমধ্যেই রাজ্য দাবা সংস্থা যথারীতি ডেকে নেবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *