Assam:ভূমি সমস্যা সমাধানের দাবিতে সারা অসম বাঙালি যুব-ছাত্ৰ ফেড-এর বিষ্ণুপুর আঞ্চলিক কমিটির ব্যাপক কর্মসূচি বিজনিতে

বিজনি (অসম), ১ জুলাই (হি.স.) : ভূমি সমস্যা সমাধানের দাবিতে সারা অসম বাঙালি যুব-ছাত্ৰ ফেডারেশনের বিষ্ণুপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ সোমবার ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে চিরাং জেলার বিজনিতে।

ভূমি সমস্যা সমাধানের দাবিতে আজ বিজনির বৃহত্তর বিষ্ণুপুর অঞ্চলের একাংশ জনতা অগ্ৰং হাইস্কুলের খেলার মাঠে ভূমির পাট্টা প্রদানের দাবিতে ধরনা কর্মসূচি পালন করেছে সারা অসম বাঙালি যুব-ছাত্ৰ ফেডারেশনের বিষ্ণুপুর আঞ্চলিক কমিটি।

ধরনা কর্মসূচির পর ফেডারেশন একটি প্ৰতিবাদী সভার আয়োজন করে। সভায় সারা অসম বাঙালি যুব-ছাত্ৰ ফেডারেশনের বিষ্ণুপুর আঞ্চলিক কমিটির বিভিন্ন পদাধিকারী বলেন, ৭০ বছর ধরে বৃহত্তর বিষ্ণুপুর এলাকার মানুষ তাঁদের জমির খাজনা দিয়ে আসছেন। অথচ রাজ্যের বিজেপি মিত্ৰজোট সরকার গঠন হওয়ার পর সংশ্লিষ্ট জমির মালিকদের খাজনা নেওয়া সরকার বন্ধ করে দিয়েছে। তাই এই সমস্যা সমাধান না হলে ২০২৪-এর লোকসভা নিৰ্বাচনে তাঁরা ভোট বৰ্জন করবেন, দিয়েছেন এই হুংকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *