নিশিগঞ্জ, ১০ জুলাই (হি.স.): কোচবিহার থেকে সাইকেল চালিয়েই কলকাতায় একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে যাচ্ছেন ১০ জন তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব কর্মী। রবিবার দুপুরে সেই ১০ জন তৃণমূল কর্মী সাইকেলে চেপে নিশিগঞ্জে পৌঁছোলে দলের তরফে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।
এদিন সকালে কোচবিহার শহর থেকে ১০ জন তৃণমূল কর্মীকে বরণ করে তাঁদের কলকাতার উদ্দেশ্যে যাত্রার সূচনা করেন জেলা নেতৃত্ব। কোচবিহার থেকে ন’দিন সাইকেল চালিয়ে তাঁরা কলকাতার সমাবেশস্থলে পৌঁছোবেন বলে জানা গিয়েছে। সম্প্রীতির বার্তা নিয়ে কোচবিহার থেকে এই সাইকেল আরোহী ১০ তৃণমূল ছাত্র ও যুব কর্মীকে বিভিন্ন জেলায় যাত্রাপথে স্বাগত জানানো হবে বলে খবর।
এদিনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপরঞ্জন রায়, নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েত প্রধান হরিকান্ত বসুনিয়া, অধ্যাপক সাবলু বর্মন, অমর চাঁদ মিস্ত্রি প্রমুখ।
2022-07-10

