কলকাতা, ১০ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রীর বক্তৃতার ভিডিয়ো পোস্ট করে মহুয়া মৈত্রকে আক্রমণ করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান এবং বাংলার পর্যবেক্ষক অমিত মালব্য। অমিত মালব্যর পাল্টা প্রধানমন্ত্রীকে কদর্য আক্রমণ করলেন মহুয়া মৈত্র ।
রবিবার কলকাতার নজরুল মঞ্চে, রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রাক্তন অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সে বক্তৃতা দেন মোদী। এই বক্তৃতার কথা তুলে ধরেই অমিত মালব্য লেখেন, ‘মোদী যেখানে বাংলা তথা গোটা দেশের কালীভক্তির কথা স্মরণ করছেন, সেখানে বাংলার এক সাংসদ কালীকে অপমান করছেন।’ মমতা বন্দ্যোপাধ্যায় কেন মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, তা নিয়েও সমালোচনা করেন মালব্য।
এর পরই মহুয়ার টুইট, ‘বঙ্গবিজেপির ট্রোলবাহিনীকে আমার পরামর্শ, আপনাদের প্রভুকে বলুন, যা জানেন না তা নিয়ে আলটপকা মন্তব্য যেন না করেন। এর আগে বাংলায় দিদি ও দিদি বলে তাঁরা পাদুকাঘাত খেয়েছেন, এ বার মা ও মা বলতে এলে তাঁদের বুকের উপরে পদাঘাত হবে।’