কলকাতা, ৯ জুলাই (হি. স.) : সদ্যোজাত মৃতের রোগ নির্ণায়ক ময়নাতদন্তে দৃষ্টান্ত স্থাপন করল কলকাতা।
গণদর্পণের পক্ষ থেকে শ্যামল চ্যাটার্জী জানান, কলকাতায় একটি বাড়িতে রূপা কাজ করতেন। পঞ্জাবের রূপনগর থেকে কলকাতায় এসেছিলেন সন্তানসম্ভাবা রূপা বিশ্বাস ও তাঁর স্বামী নভোনীত সিং। শনিবার নিউ আলিপুরে বি পি পোদ্দার হাসপাতালে রূপা মৃত পুত্র সন্তান প্রসব করেন। এরপর রূপা যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির কর্তা স্বপন চট্টোপাধ্যায়ের উদ্যোগে মৃত পুত্র সন্তানের অটোপসির (রোগ নির্ণায়ক ময়নাতদন্ত) সিদ্ধান্ত নেয় নভোনীত ও রূপা।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডাঃ সোমনাথ দাসের তত্ত্বাবধানে সোমবার (১১ জুলাই ২২) অটোপসি (রোগ নির্ণায়ক ময়নাতদন্ত) হবে। এই অটোপসি (রোগ নির্ণায়ক ময়নাতদন্ত) রাজ্যের চিকিৎসাবিজ্ঞানে বিরল। সম্পূর্ন ব্যাপারটি গণদর্পণের সহয়তায় হচ্ছে।”
গণদর্পণের পক্ষ থেকে শ্যামল চ্যাটার্জী শিশুর মরদেহ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেন্সিক বিভাগে পৌঁছে দেবার দায়িত্ব নেন।