আগরতলা, ৯ জুলাই৷৷ ছাত্র যুবকদের চার দফা গুরুত্বপূর্ণ দাবিতে শনিবার আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ৷ মিছিলটি ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর গত সাড়ে চার বছরে রাজ্যের বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করা হয়েছে৷ কাজ খাদ্য এবং কর্মসংস্থানের অভাবে বেকার যুবক-যুবতীরা দিশেহারা হয়ে পড়েছে৷ ক্ষমতায় আসার আগে বিজেপি রাজ্যের জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেইসব প্রতিশ্রুতি পালন করছে না৷
উদ্ভূত পরিস্থিতিতে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার উদ্যোগ গ্রহণ করেছে৷ এর অঙ্গ হিসেবেই শনিবার রাজধানীর আগরতলা শহরে চার দফা দাবিকে সামনে রেখে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে অংশ নিয়ে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক চার দফা দাবি সামনে তুলে ধরে বিস্তারিত বক্তব্য রাখেন৷ তিনি বলেন গত বছর আগস্ট মাসে জেআরবিটি পরীক্ষা গ্রহণ করা হয়েছিল৷ কোন এক অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি৷ অবিলম্বে জেআরবিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করার দাবী জানিয়েছেন তিনি৷ শিক্ষকের অভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে তিনি অভিযোগ করেন৷
টেট উত্তীর্ণ বেকারদের নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে না৷ টেট উত্তীর্ণ প্রত্যেক বেকার কে একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করার জন্য তিনি জানিয়েছেন৷ এছাড়া বছরের দুবার টেট পরীক্ষা গ্রহণের জন্য দাবি জানানো হয়৷ রাজ্যের স্বাস্থ্যপরিষেবার মান তলানিতে এসেছে বলেও তিনি অভিযোগ করেন৷ অবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নার্স ও অন্যান্য টেকনিশিয়ান নিয়োগ করে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের জন্য সংগঠনের রাজ্য সভাপতি দাবী জানিয়েছেন৷ পলাশ বাবু বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসলে প্রয়োজন হলে সংবিধান সংশোধন করে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হবে৷ কিন্তু ক্ষমতায় আসার পর সাড়ে চার বছর অতিক্রান্ত হলেও চাকুরিত ১০৩২৩ শিক্ষকদের সমস্যার সমাধানের কোন উদ্যোগ নেয়নি সরকার৷ অবিলম্বে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা করার জন্য তিনি জোরালো দাবি জানিয়েছেন৷
অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ডি ওয়াই এফআই এবং টি ওয়াই এফ রাজ্য জুড়ে আরো বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানানো হয়৷