BRAKING NEWS

Dead:বিষ মদ-কাণ্ডে’ বর্ধমানে মৃত বেড়ে ৬

পূর্ব বর্ধমান, ৯ জুলাই (হি. স.) : ‘বিষ মদ-কাণ্ডে’ আরও ২ জনের মৃত্যু হল বর্ধমানে। বর্ধমানে মদ খেয়ে অসুস্থ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত দুজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যে মামলা দায়ের করে মৃত্যুর তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।

বর্ধমানে বৃহস্পতিবার রাতে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। ওইদিন রাতে দু’জনের মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে আরও দুজনের মৃত্যু হয়। মদ খাওয়ার পর রহস্যজনকভাবে মৃত্যু হওয়ায় ঘটনার তদন্ত শুরু করে আবগারি দফতর। আবগারি দফরের আধিকারিকরা বর্ধমান শহরের সমস্ত মদের দোকান আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয়।

আবগারি দফতরের নির্দেশে ওই নির্দিষ্ট ব্যাচের মদ বাজার থেকে তুলে নেওয়াও হয়। তার মাঝে শনিবার আবার নতুন করে দুজনের মৃত্যু হল। সব মিলিয়ে মদ খেয়ে বর্ধমানে গত দুদিনে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটল। জেলা আবগারি দফতরের তরফে বেআইনি মদ বাজেয়াপ্ত করার জন্য চলছে অভিযান। ইতিমধ্যে বেআইনি মদ বিক্রি ও মজুত রাখার অভিযোগে ৫০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি মজুত রাখা বেআইনি মদ বাজেয়াপ্তও করেছে তদন্তকারীরা।

অন্যদিকে বর্ধমানে মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনার পর রাজ্যের বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান চালাচ্ছে আবগারি দফতর। বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে আবগারি দফতর অভিযান চালিয়ে ভেঙে দিয়েছে চোলাইয়ের ঠেক। বাঁকুড়ায় বাজেয়াপ্ত করা হয়েছে চোলাই। এই ধরণের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানানো হয়েছে আবগারি দফতরের তরফে। মদ খাওয়ার পর মৃত্যুর ঘটনা নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘আবগারি দফতর এবং পুলিশ ব্যবস্থা নিচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *