ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই।। ঋদ্ধিমান সাহা এলেন। মৌ-এ স্বাক্ষর করলেন টিসিএ-র সঙ্গে রঞ্জি ট্রফিতে এবার ত্রিপুরার হয়ে খেলার জন্য। শুধু খেলোয়ার হিসেবে নয়, পাশাপাশি মেন্টরের দায়িত্বও পালন করবেন ঋদ্ধিমান। বহিঃ রাজ্যের একাধিক ক্রিকেটার এ পর্যন্ত ত্রিপুরার হয়ে রঞ্জি খেলেছেন, তবে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ত্রিপুরা দলের হয়ে খেলার চুক্তি করার বিষয়ে ঋদ্ধিমান-ই প্রথম। ৩০ লক্ষ টাকার চুক্তি হয়েছে। এক বছরের জন্য মেন্টর কাম খেলোয়ার হিসেবে ত্রিপুরা দলের হয়ে খেলবেন। একই সঙ্গে রাজ্যের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করে তুলবেন, ত্রিপুরার নাম জাতীয় আসরে উজ্জ্বল করার লক্ষ্যে। পাশাপাশি একাধিক খেলোয়াড়কে যদি আইপিএল-এ বা জাতীয় দলে খেলার উপযোগী করে তোলা যায় সেটা হবে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের জন্য বিশেষ প্রাপ্তি। আজ, শুক্রবার বিকেলে টিসিএ-র কনফারেন্স হলে টিসিএ আহূত এক মিট দ্য প্রেসে অনেকটা এভাবেই নিজের অভিমত ব্যক্ত করেন উদীয়মান এবং এবারকার ত্রিপুরা ক্রিকেটের আইকন ঋদ্ধিমান সাহা। পশ্চিমবঙ্গের ছেলে, ৩৭ বর্ষীয় ঋদ্ধিমান এবার-ই প্রথম বিসিসিআই-এর প্রথম শ্রেণীর ক্রিকেটে বহিঃ রাজের হয়ে খেলার জন্য পা বাড়িয়েছেন। আইপিএল-এ বিভিন্ন দলের হয়ে, এমনকি এবারকার চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার মানসিকতা নিয়ে যেভাবে খেলেছেন, এবার ত্রিপুরার হয়েও মাঠে সেভাবেই নিজেকে নিংড়ে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর বলে তিনি জানান। মিট দ্য প্রেসে উপস্থিত ত্রিপুরার ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি জয়লাল দাস এবং জয়েন্ট সেক্রেটারি তথা সেক্রেটারি ইনচার্জ কিশোর কুমার দাসও যথেষ্ট আশান্বিত ঋদ্ধিমানকে নিয়ে। প্রসঙ্গক্রমে, ইতিমধ্যে টিসিএ-র কর্মকর্তাবৃন্দ বৈঠকে বসে, কবে থেকে খেলোয়াড়রা মাঠে নামবে সেটা স্থির করে ঋদ্ধিমানকে জানালে, ঋদ্ধিমান পুনরায় আগরতলায় এসে যথারীতি মাঠে নামবে বলে উল্লেখ করেন। এদিকে, ঋদ্ধিমানকে টিসিএ-র সঙ্গে জড়িত করার পেছনে টিসিএ-র সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশেষ করে জয়ন্ত রায় ও সত্যেন্দ্র নাথ সহ সকলকে সহ-সভাপতি এবং জয়েন্ট সেক্রেটারি ধন্যবাদ জানিয়েছেন।