মুম্বই, ৮ জুলাই ( হি.স.) : এবার মহারাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুললেন শিবসেনা প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একনাথ শিন্দে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুক্রবার প্রথম কোনও প্রকাশ্য সভায় ভাষণ দিলেন উদ্ধব। ওই সভাতেই তিনি নতুন করে ভোটের দাবি তোলেন। উদ্ধব বলেন, আমি কিছুতেই ওই বিদ্রোহীদের শিবসেনার নির্বাচনী প্রতীক ব্যবহার করতে দেব না।
উদ্ধব বলেন, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, সাহস থাকলে আজই বিধানসভার ভোট করা হোক। যদি আমরা ভুল করে থাকি, তা হলে জণগন আমাদের বাড়ি পাঠিয়ে দেবে। বিদ্রোহীদের উদ্দেশে তাঁর বার্তা, আজ যা করা হল, তা আড়াই বছর আগে করলেই হত। তখন করা হলে আজকের মত এই পরিস্থিতি তৈরি হত না।
প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, গত আড়াই বছর ধরে যখন বিজেপি আমাকে এবং আমার পরিবারকে কদর্য ভাষায় আক্রমণ করেছিল, তখন এই বিদ্রোহীরা নীরব ছিলেন। আসলে তখন থেকেই আপনারা তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।