নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): ‘বন্ধুর’ গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে আগেই ‘উদ্বিগ্ন’ ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেন মোদী। দুপুরের পরে জানা যায়, শিনজো আবে আর বেঁচে নেই। এই দুঃসংবাদ শোনার পর মন কেঁদে উঠল ভারতের প্রধানমন্ত্রীর। শিনজো আবের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের ছবি টুইট করে মোদী লিখেছেন, ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে সর্বদা উৎসাহী ছিলেন শিনজো আবে।
প্রধানমন্ত্রী শুক্রবার টুইট করে লিখেছেন, “টোকিওতে আমার প্রিয় বন্ধু শিনজো আবের সঙ্গে আমার সাম্প্রতিক সাক্ষাতের থেকে একটি ছবি আপনাদের সঙ্গে ভাগ করছি। ভারত-জাপান সম্পর্ককে শক্তিশালী করার জন্য সর্বদা উৎসাহী ছিলেন তিনি, সবেমাত্র জাপান-ভারত অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সকালে গুলিবিদ্ধ হন শিনজো। পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা পেশের সময় আচমকা গুলি চালানো হয়। তাঁর বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, চিকিৎসকদের সব চেষ্টা শেষমেশ ব্যর্থ হয়ে গেল। প্রয়াত হয়েছন শিনজো।