নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ ৯০ এর দশকে কংগ্রেস দুষৃকতীদের হাতে নিহত হয়েছিলেন অরুণ দেব৷ তার স্মৃতিতে শুক্রবার ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগ ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ পাশাপাশি উনার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলিও জ্ঞাপন করে ভারতের ছাত্র ফেডারেশন৷ উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দের, ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটি সম্পাদক সন্দীপন দে, প্রাক্তন ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য সভাপতি তপন দাস সহ অন্যান্য দলীয় কর্মকর্তারা৷ এদিন পবিত্র কর বলেন কংগ্রেস কর্মীদের নির্দেশে সেই সময় অরুণ দেবকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল৷ শুধুমাত্র তার শরীরটা পাওয়া গেছে৷ এখনো পর্যন্ত অরুণ দেবের মাথা অনাবিষৃকত৷ তিনি আরো বলেন, শান্তির জন্য রাজ্যের মানুষের জন্য সেই লড়াই এখনো অব্যাহত৷ বাম সংগঠন সেই লড়াই চালিয়ে যাবে৷ এবং খেটে খাওয়া দিনমজুর মানুষের জন্য সর্বদাই লড়াই করে যাবে৷