Deputation:১১ দফা দাবীতে অমরপুরে গণমুক্তি পরিষদের মিছিল ও ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ ১১ দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশনের পক্ষ থেকে শুক্রবার অমরপুর মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ত্রিপুরা গনমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশনের উদ্দ্যোগে শুক্রবার ১১দফা দাবির ভিত্তিতে অমরপুর শহরে এক মিছিল সংগঠিত করা হয়৷ এদিন উত্তরবাজারস্থিত সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে মছিল শুরু করে অমরপুর বাজার ,মোটরস্ট্যান্ড, ফটিকসাগরের পশ্চিমপাড় হয়ে পুনরায় সিপিআইএম পার্টি অফিসের সামনে এসে শেষ হয়৷ এদিন মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জীতেন্দ্র চৌধুরী, অমরপুর মহকুমা সম্পাদক পরিমল দেবনাথ, প্রাক্তন বিধায়ক ডেনিয়েল জমাতিয়া সহ অন্যান্যরা৷ মিছিল শেষে অমরপুর মহকুমা শাষকের কার্যালয়ে ১১দফা দাবীর ভিত্তিতে ডেপুটেশান প্রদান করা হয়৷ মহকুমা শাসকের অনুউপস্থিতিতে ৭জনের একটি প্রতিনিধি দল ডিসিএম প্রীতম সরকারের নিকট দাবিসনদ তুলে দেন৷ ডেপুটেশানকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ এবং উপজাতি যুব ফেডারেশনের  মহকুমা নেতৃত্বরা৷ এদিন দাবিগুলির যৌক্তিকতা বিশ্লেষণ করে বক্তব্য রাখেন উপজাতি যুব ফেডারেশনের নেতৃবৃন্দ৷ দাবিগুলি উল্লেখ করতে গিয়ে বলেন উপজাতিদের কাষ্ঠমারী ল যথাযথভাবে মান্য করতে হবে এবং গুরুত্ব দিতে হবে৷ অম্পিকে পৃথক মহকুমা হিসেবে ঘোষণা করতে হবে৷ অমরপুর মহকুমার রাস্তাঘাট সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে প্রভৃতি৷ অবিলম্বে এসব দাবি পূরণ করার জন্য অমরপুর মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ দাবি পূরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন বলেও জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *