শ্রীনগর, ৪ জুলাই (হি.স.): জম্মু-কাশ্মীর পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ বাতিল করেছে জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহার নেতৃত্বাধীন প্রশাসন। পাশাপাশি এই নিয়োগ স্ক্যানারে আসার পর সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে।
শুক্রবার মনোজ সিনহা টুইট করে জানিয়েছেন, “জম্মু-কাশ্মীর পুলিশ সাব-ইন্সপেক্টর নিয়োগ বাতিল করা হয়েছে এবং সিবিআই তদন্তের জন্য সুপারিশ করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এটি আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যত সুরক্ষিত করার ক্ষেত্রে প্রথম বড় পদক্ষেপ এবং সরকার শীঘ্রই নতুন নিয়োগের জন্য ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে।”
জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা সাব ইন্সপেক্টর (এসআই) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের তদন্তের নির্দেশ দেওয়ার এক মাস পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনহা আগে আশ্বাস দিয়েছিলেন, কোনও অনিয়ম হলে আগের প্রক্রিয়া বাতিল করার পরে নতুন নিয়োগ করা হবে। তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব। অবশেষে নিয়োগ বাতিল করার সিদ্ধান্তই নিলেন তিনি।