BRAKING NEWS

Himanta Biswa Sharma:অধুনা-লুপ্ত নগাঁও ও কাছাড় কাগজকলের ২,৭৫১ জন প্রাক্তন কর্মচারীদের জন্য ৮১০ কোটি টাকার সাহায্য প্যাকেজের শুভারম্ভ মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৭ জুলাই (হি.স.) : হিন্দুস্তান পেপার কৰ্পোরেশন লিমিটেড (লিকুইডেটেড)-এর প্ৰাক্তন কৰ্মচারী এবং কৰ্মীদের অসম সরকারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার ৮১০ কোটি টাকার সাহায্য প্যাকেজের শুভারম্ভ হয়েছে৷ এই প্যাকেজের বলে দুই কাগজ কলে ২,০০৩ জন নিয়মিত কৰ্মচারী এবং ৭৪৮ জন ঠিকাভিত্তিক কৰ্মী সহ সৰ্বমোট ২,৭৫১ জন উপকৃত হবেন, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি আমার রাজ্যের কাছে এক অত্যন্ত ইতিবাচক দিন৷ কেননা, ইতোপূৰ্বে প্ৰদত্ত প্ৰতিশ্ৰুতি পূরণের অঙ্গ হিসেবে হিন্দুস্তান পেপার কৰ্পোরেশন লিমিটেড (লিকুইডেটেড)-এর প্ৰাক্তন কৰ্মচারী এবং কৰ্মীদের জন্য অসম সরকারের আৰ্থিক সাহায্য বিতরণ প্ৰক্ৰিয়া শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰে আজ আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করেছি৷ প্ৰায় এক বছরের এই প্ৰচেষ্টা আজ সাফল্যের মুখ দেখেছে৷

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, গত বছরের ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে নগাঁও এবং কাছাড় কাগজ কলের জন্য ৭০০ কোটি টাকার এক সাহায্য প্যাকেজে অনুমোদন জানিয়েছিল৷ এছাড়া চলতি বছরের ১১ মে এইচপিসিএল-এর অংশীদারদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আলোচনা করে তাঁর আগের ঘোষিত ৭০০ কোটি টাকার সাহায্য প্যাকেজ ছাড়াও কৰ্মচারী এবং ঠিকাভিত্তিক কৰ্মীদের গ্ৰেচুইটি পেমেন্টের জন্য অতিরিক্ত ১১০ কোটি টাকা প্ৰদানের সিদ্ধান্ত গৃহীত হয়৷

তিনি বলেন, ‘আজ আমি ঘোষণা করে আনন্দিত হচ্ছি যে, এই সাহায্য প্যাকেজের অধীনে ২৫ কোটি টাকার বৰ্ধিত তহবিলে হিন্দুস্তান পেপার কৰ্পোরেশন লিমিটেড-এর প্ৰাক্তন কৰ্মচারী এবং সুপারভাইজার ওয়েলফেয়ার ফান্ড গঠন করা হবে৷ এই ফান্ড থেকে বছরে প্রাপ্ত লভ্যাংশের সুদের টাকা কৰ্মচারীদের চিকিৎসা, তাঁদের সন্তান-সন্ততিদের শিক্ষা এবং সামাজিক সুরক্ষায় ব্যয় করা হবে৷ সাহায্য বিতরণের পাশাপাশি সমান্তরালভাবে দুই কাগজ কলের ৮৪ জন নিয়োগযোগ্য কৰ্মচারীকে যোগ্যতার ভিত্তিতে রাজ্য সরকারের অধীনে পুনঃসংস্থাপনের ব্যবস্থা করা হবে৷’
আজকের অনুষ্ঠানে মন্ত্ৰীগণ যথাক্রমে চন্দ্ৰমোহন পাটোয়ারি, অতুল বরা, পরিমল শুক্লবৈদ্য, অজন্তা নেওগ, যোগেন মোহন, রঞ্জিতকুমার দাস, সঞ্জয় কিষাণ, উর্খাওগৌরা ব্ৰহ্ম, বিমল বরা, পীযূষ হাজরিকা, নন্দিতা গারলোসা, এআইডিসির চেয়ারম্যান তথা বিধায়ক প্ৰশান্ত ফুকন ছাড়া সংশ্লিষ্ট দফতরের শীৰ্ষ আধিকারিকবর্গ, কাগজ কলের কৰ্মচারী সহ বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন৷

তবে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি পাঁচগ্ৰামে অবস্থিত কাছাড় কাগজকলের মোট ২০০ জন কৰ্মচারী। ভূমিধসের ফলে অসম-মেঘালয় ৬ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ। তাই মেঘালয়ের সোনাপুর থেকে হাইলাকান্দি জেলার অন্তৰ্গত পাঁচগ্ৰামে অবস্থিত হিন্দুস্তান পেপার কৰ্পোরেশনের অধীন কাছাড় কাগজকলের কৰ্মচারীর দলটি ফিরে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *