BRAKING NEWS

Resign:কেন্দ্রীয় মন্ত্রক থেকে পদত্যাগ করলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী নকভি

নয়াদিল্লি, ৬ জুলাই ( হি.স.) : কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন মুখতার আব্বাস নকভি। জানা গিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ হিসাবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মন্ত্রিসভার বৈঠকে দেশের উন্নয়নে অবদানের জন্য নকভি এবং সিং-এর প্রশংসা করেছেন।
মন্ত্রিসভার বৈঠকের পরেই নকভি দলের সদর দফতরে বিজেপি সভাপতি জে পি নড্ডার সাথে দেখা করেন। নকভির রাজ্যসভার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপির ৩৯৫ জন সংসদ সদস্যের মধ্যে কোনও মুসলিম সাংসদ থাকবে না।

উপরাষ্ট্রপতি বেঙ্গাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। এর পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে কে বসবেন তা নিয়ে জল্পনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের দাবি, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে কোণঠাসা বিজেপি নকভির মতো সংখ্যালঘু মুখকে উপরাষ্ট্রপতি পদে তুলে ধরতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *