নয়াদিল্লি, ৬ জুলাই ( হি.স.) : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্য পাল মালিক-র অনুমোদন দেওয়া ২০১৯ সালে কিশতওয়ারে কিরু হাইড্রো পাওয়ার প্রজেক্ট লিমিটেডের কাজের জন্য চুক্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীর সহ সারা দেশে ১৬টি স্থানে অনুসন্ধান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
বুধবার সিবিআই সূত্রে জানিয়েছে, অনুসন্ধান অভিযান শ্রীনগরের দুটি স্থানে, জম্মুর পাঁচটি, দিল্লিতে পাঁচটি, মুম্বইতে তিনটি এবং পটনায় একটি প্রকল্পের সঙ্গে জড়িত মধ্যস্বতাকারী এবং সহযোগীদের বাড়ি তল্লাশি চালানো হয়েছে। তদন্তে সিবিআই অভিযুক্ত সরকারি কর্মচারীদের মধ্যে কিছু আর্থিক লেনদেনের সূত্র পাওয়া গিয়েছে। এছাড়া সিবিআই এদিন মুম্বইতে প্যাটেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান এবং মেনেজিং ডিরেক্টর রূপেন প্যাটেল, বিজয় গুপ্ত এবং অমরেন্দ্র কুমার সিংয়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।