BRAKING NEWS

চা বাগান শ্রমিকদের দাবী নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন টি ওয়ার্কার্স ইউনিযনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷  লক্ষ্মী লুঙ্গা ও তুফানিয়া লুঙ্গা চা বাগানের অচল অবস্থা নিরাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন৷ ইউনিয়নের নেতা কানু ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল মঙ্গলবার পশ্চিম জেলার জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন৷ 

সাক্ষাৎকারে তারা লক্ষ্মী লুঙ্গা ও তুফানিয়া লুঙ্গা চা বাগানের সমস্যা সম্পর্কে জেলাশাসককে অবগত করেন৷ ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা শাসকের কাছে দাবী জানিয়েছেন বাগান পরিচালনার দায়িত্বে যারাই থাকুক না কেন অবিলম্বে এই অচলব্যবস্থার অবসান ঘটিয়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য৷ সিট্যু নেতা কানু ঘোষ অভিযোগ করেছেন দীর্ঘকাল ধরে এই দুটি চা বাগান ভালোভাবে চলছিল৷ এই চা বাগানগুলির উপর নজর পড়েছে শাসকদলের একাংশের নেতাদের৷ এখন তারা সমবায়ের মাধ্যমে এই দুটি চা বাগান পরিচালনার জন্য চেষ্টা চালাচ্ছে৷ কিন্তু বাগানের শ্রমিকরা সমবায়ের মাধ্যমে বাগান পরিচালনা করার সম্পূর্ণ বিরোধী৷ কেননা সমবায় এসব চা বাগান পরিচালনার বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ৷ স্বাভাবিক কারণেই এই দুটি চা বাগানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন শ্রমিকরা৷ 

শাসক দলের একাংশের নেতাদের এ ধরনের কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ৷ গত তিনদিন ধরে চা বাগান গুলিতে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় শ্রমিকরা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন বলেও তারা জানান৷ এভাবে চলতে থাকলে চা বাগানের শ্রমিকরা কাজ ও খাদ্যের অভাবে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হবে৷ সে কারণেই পশ্চিম জেলার জেলাশাসকের দ্বারস্থ হয়ে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠনের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *