নয়াদিল্লি, ৪ জুলাই ( হি. স.) : অগ্নিপথ প্রকল্পকে চ্যালেঞ্জ করা আবেদনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে সুপ্রিম কোর্টে। বিচারপতি ইন্দিরা ব্যানার্জির অবকাশকালীন বেঞ্চের সামনে উল্লেখ করার সময় একজন আবেদনকারীর পক্ষে উপস্থিত হয়ে অ্যাডভোকেট কুমুদ লতা দাস এই পিটিশনের দ্রুত শুনানির দাবি জানান। এরপর প্রধান বিচারপতির অনুমতি পেয়ে আগামী সপ্তাহে শুনানির নির্দেশ দেন আদালত।
অগ্নিপথ প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টে তিনটি পিটিশন দায়ের করা হয়েছে। একটি পিটিশন দায়ের করেছেন আইনজীবী হর্ষ অজয় সিং। আবেদনে সরকারের কাছে এই প্রকল্প পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। আবেদনে বলা হয়েছে, সরকারি কোষাগারের বোঝা কমাতে জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা চলবে না। চার বছর পর অবসরে যাওয়া অগ্নিবীর কোনও চাকরি ছাড়াই বিভ্রান্ত হতে পারেন।
এর আগে অগ্নিপথ প্রকল্প নিয়ে সুপ্রিম কোর্টে আরও দুটি পিটিশন দাখিল করা হয়েছে। দ্বিতীয় পিটিশনটি দাখিল করেছেন অ্যাডভোকেট মনোহর লাল শর্মা এবং তৃতীয় পিটিশনটি দাখিল করেছেন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি। অগ্নিপথ প্রকল্পকে চ্যালেঞ্জ করে মনোহর লাল শর্মার আবেদনে বলা হয়েছে, সংসদের অনুমোদন ছাড়াই এই প্রকল্প আনা হয়েছে।
এই ঘটনায় কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে কেভিয়েট দাখিল করেছে। কেন্দ্রীয় সরকার বলেছে, আমাদের পক্ষ না শুনে একতরফা আদেশ জারি করা উচিত নয়।