ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।।লড়াই করলো শেষ মিনিট পর্যন্ত। তারপরও এগিয়ে থেকেও জয় পেলো না গামারিয়া দল। হারলো শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে। ত্রিপুরা পুলিসের বিরুদ্ধে। ত্রিপুরা পুলিস জয় পেলো ২-১ গোলে। পিত্রা কামি সুপার কাপ ফুটবল প্রতিযোগিতায়। খেলা হচ্ছে পিত্রা কামি স্কুল মাঠে। আসরের উদ্যোক্তা হোলি অ্যাসোসিয়েশন( পিত্রা কামি ক্লাব)। সোমবার ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। ম্যাচ যত গড়িয়েছে ততই জমে উঠে। হারলেও প্রথমার্ধে এগিয়ে ছিলো গামারিয়া দল। দ্বিতীয়ার্ধে দমের অভাবে পিছিয়ে পড়ে। আর ওই সুযোগটা কাজে লাগিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে যায় পুলিস। প্রথমার্ধে গামারিয়া দলের পক্ষে গোলটি করেন কালি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়ান পুলিসের ফুটবলাররা। এর সুফলও পায় দল। ত্রিপুরা পুলিসের পক্ষে মতেঞ্জয় রিয়াং এবং জগৎ বন্ধু দেববর্মা গোল করেন। খেলা পরিচালনা করেন পুষ্প সাধন জমাতিয়া। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৫০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।