জম্মু, ৩ জুলাই ( হি. স.) : গ্রামবাসীরা দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে ধরে জম্মু ও কাশ্মীরের পুলিশের হাতে তুলে দিল। রবিবার কাশ্মীরের রিয়াসি জেলায় ওই দুই সশস্ত্র লস্কর জঙ্গিকে ধরে ফেলেন সেখানকার গ্রামবাসীরা। জঙ্গিদের কাছে দু’টি একে-৪৭, সাতটি গ্রেনেড এবং একটি পিস্তল ছিল। তবে সে সব নিয়েও ঐক্যবদ্ধ গ্রামবাসীদের সঙ্গে পেড়ে ওঠেনি দুই জঙ্গি। ওই দুঃসাহসিক কাজের জন্য জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি গ্রামবাসীদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন।
ধৃত জঙ্গিদের মধ্যে একজন লস্কর কম্যান্ডার। নাম তালিব হুসেন। সম্প্রতি রিয়াসি জেলায় যে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তার নেপথ্যে এই তালিবেরই হাত ছিল বলে সন্দেহ পুলিশের। কিছু দিন আগেই তার মাথার দামও ঘোষণা করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ।
রবিবারের এই ঘটনায় গ্রামবাসীদের প্রশংসা করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিংও। টুইটারে মনোজ লিখেছেন, ‘রিয়াসির টাস্কান ঢোকের গ্রামসবাসীদের সাহস দেখে আমি অভিভূত। দু’জন মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে পাকড়াও করেছেন তাঁরা। সাধারণ মানুষের সন্ত্রাসের বিরুদ্ধে এই রুখে দাঁড়ানো দেখে একটা বিষয় স্পষ্ট বুঝতে পারছি, সন্ত্রাসের শেষের শুরু হয়ে গিয়েছে।’ গ্রামবাসীদের সাহসিকতার জন্য দু’লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। লেফটেন্যান্ট জেনারেল আরও পাঁচ লক্ষ টাকার আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন।