হাওড়া, হাওড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল কিশোরের। ডোমজুড়ের সলপ গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনায় এলাকার আবর্জনা নিয়মিত পরিষ্কার না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক বুঝে রবিবার এলাকা পরিষ্কার করতে নামেন গ্রামবাসীরাই।
গ্রামের বহু মানুষের শরীরে জ্বর সহ ডেঙ্গুর অন্যান্য লক্ষণ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ জন। প্রতিদিনই বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যাও।এই নিয়ে এলাকায় আগে থেকেই ভয়ের পরিবেশ ছিল। এরই মধ্যে শনিবার রবি হাজরা (১৬) নামে এক বালকের মৃত্যু হয় । এর পর আতঙ্ক চরমে পৌঁছয়।
শনিবারের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ডোমজুড়ের সলপ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। গ্রামবাসীদের দাবি, এলাকার আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না । পরিস্থিতি বেগতিক বুঝে রবিবার এলাকা পরিষ্কার করতে নামেন গ্রামবাসীরাই। জঞ্জাল ও জমা জল সাফ করেন তাঁরা। স্থানীয় এক বাসিন্দা জানালেন, এলাকায় অন্তত ৪০ জন জ্বরে ভুগছেন। সংখ্যাটা রোজ বাড়ছে।
স্থানীয় পঞ্চায়েত প্রধানের অবশ্য দাবি, এলাকাবাসী সচেতন নন। তারা যত্রতত্র ময়লা ফেলেন। বার বার অনুরোধ করা হলেও নিবৃত্ত হননি। যার জেরে জমা জলে ডেঙ্গির মশা জন্মাচ্ছে। আমরা আমাদের মত করে চেষ্টা করছি। কিন্তু স্থানীয় মানুষ কথা না শুনলে এই লড়াই জেতা অসম্ভব।