নয়াদিল্লি, ৩ জুলাই ( হি. স.) : আগামী মঙ্গলবার ৫ জুলাই খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগ নয়াদিল্লিতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তার উপর একদিনের জাতীয় সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনের উদ্দেশ্য হল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস)-র অধীনে স্কিমগুলির পুষ্টি নিরাপত্তার উন্নতিতে ফোকাস করা।
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন মন্ত্রী পীযূষ গোয়েল এই সম্মেলনে ভাষণ দেবেন। উপভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি এবং অশ্বিনী কুমার চৌবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রীরাও এই সম্মেলনে অংশ নেবেন।