Kailasahar:কৈলাসহর কলেজে ছাত্র পেটানোর ঘটনায় উত্তেজনা

আগরতলা, ২ জুলাই৷৷ কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের শান্তির পরিবেশ বজায় রাখার দাবিতে শনিবার দুপুরে কৈলাসহরের বাম বিধাায়ক মবস্বর আলীর নেতৃত্বে সাত জনের এক প্রতিনিধি দল কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধক্ষ্যের নিকট এক ডেপুটেশন প্রদান করেছেন৷ কলেজের অধক্ষ্য ডঃ পিনাকি পাল কলেজে না থাকায় কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্যের নিকট ডেপুটেশন প্রদান করেন তারা৷ 

ডেপুটেশন প্রদান শেষে বিধায়ক মবস্বর আলী বলেন, গত বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিন কলেজে পাঠরত উপজাতি ছাত্রদের সাথে কলেজে পাঠরত এবং বহিরাগত এবিভিপির সদস্যদের মধ্যে প্রচন্ড মারধোর এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে৷ এর ফলে কলেজে পাঠরত উপজাতি ছাত্র ছাত্রীরা ভয়ে কলেজে আসতে চাইছে না এবং অনেক উপজাতি ছাত্র ছাত্রীরা কলেজ থেকে ট্রান্সফার নিয়ে যাবার জন্যও তৈরী হচ্ছেন বলে অভিযোগ৷ এই ঘটনায় আজও কলেজে থমথমে পরিবেশ বিরাজ করছে৷ গত তিন দিন ধরে কলেজে প্রচুর পুলিশ এবং টি.এস.আর বাহিনী মোতায়েন রয়েছে৷ তাই কলেজের শান্তি শৃঙ্খলা রক্ষার দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করেন তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *