বেজিং, ২ জুলাই (হি. স.) : টাইফুনের কবলে পড়ে দক্ষিণ চিন সাগরে জাহাজডুবির ঘটনায় কমপক্ষে ২৭ জন ক্রু সদস্য নিখোঁজ হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা ঘটেছে।
হংকং গভর্নমেন্ট ফ্লাইং সার্ভিসের তথ্য অনুযায়ী, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। ইঞ্জিনিয়ারিং জাহাজটি হংকং থেকে ১৬০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ছিল। টাইফুনের কবলে পড়ে জাহাজটি দুই টুকরো হয়ে গেছে। জাহাজটি যেখানে ডুবে যায় সেখানে প্রতিঘণ্টায় ১৪৪ কিলোমিটার বেগে বাতাস বইছিল এবং ১০ মিটার উচ্চতার ঢেউ ছিল। জাহাজটিতে ৩০ ক্রু সদস্য ছিল।
স্থানীয় সময় দুপুর ৩টা পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। জাহাজের জীবিত ব্যক্তিরা জানিয়েছেন, হেলিকপ্টার আসার আগেই অন্য ক্রু সদস্যরা ঢেউয়ে ভেসে গেছেন। টাইফুন চাবার উৎপত্তিস্থল দক্ষিণ চিন সাগরে। শনিবার বিকেলে দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশে এটি আঘাত হানে।
হংকং সরকার স্থানীয় সময় শনিবার ৭টা ২৫ মিনিটে জাহাজডুবির ঘটনা জানতে পারে। টাইফুন চাবার উৎপত্তিস্থলেই ছিল জাহাজটি। সেখানকার প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজ আরও কঠিন করে দিচ্ছে।