আগরতলা, ১ জুলাই (হি. স.) : রথ উত্সবে বিষাদের ছায়া দেখা গেছে ত্রিপুরায়। রথ উত্সবে ত্রিপুরায় বিক্ষিপ্ত ঘটনায় পৃথক স্থানে ছয় জন আহত হয়েছেন। গোমতী জেলায় উদয়পুরে রথের চূড়া ভেঙ্গে তিনজন আহত হয়েছেন। দক্ষিণ জেলায় জোলাইবাড়ি দেবদারু বাজারে হাতির তান্ডবে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
করোনার প্রকোপ কাটিয়ে দুই বছর পর রথ উত্সব ত্রিপুরায় মহা ধুমধামের সাথে পালিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে জগন্নাথের রথ উত্সবের আয়োজন করা হয়েছে। গোমতী জেলায় উদয়পুরে জগন্নাথ মন্দির থেকে আজ বিকেলে রথ যাত্রা শুরু হয়েছিল। অগুনিত ভক্তবৃন্দ আজ ওই উত্সবে সামিল হয়েছিলেন। বিকেল সাড়ে চারটা নাগাদ আর কে পুর থানার সামনে বিএসএনএল টেলি পরিষেবা পরিবাহী তারের সাথে রথের চূড়া লেগেই বিপত্তি দেখা দিয়েছিল। তারের সাথে ধাক্কায় চূড়া ভেঙ্গে মাটিতে পড়ে যায় এবং তাতে তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের দুইজনকে প্রাথমিক চিকিত্সার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু, একজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাঁর নাম মিনতি সাহা বলে পরিচিতি মিলেছে।এদিকে, দক্ষিণ জেলায় জোলাইবাড়ি দেবদারু জগন্নাথ মন্দির থেকে হাতি দিয়ে রথ টেনে নিয়ে যাওয়ার আয়োজন করা হয়েছিল। তাতেই দেখা দেয় বিপত্তি। হাতির দৌড়ে রথ উল্টে গিয়ে তিনজন আহত হয়েছেন। জানা গেছে, দেবদারু বাজার এলাকায় আসতেই হাতি দৌড়ানো শুরু করে এবং তাতে রথ উল্টে যায়। ওই ঘটনায় দেবদারুর বাসিন্দা রাহুল দেবনাথ(১৫), শুভম বণিক(২৪) এবং দেবদারু ফাঁড়িতে কর্তব্যরত টিএসআর জওয়ান বিপুল কান্তি দত্ত(৫১) গুরুতর আহত হয়েছেন। তাঁদের প্রথমে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিত্সকরা তিনজনকেই আগরতলায় হাপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।