শিলচরে ভয়াবহ বন্যা, ত্রাণ পাঠাল ত্রিপুরা

আগরতলা, ৩০ জুন (হি. স.) : অসমের শিলচরে ভয়াবহ বন্যায় দূর্গতদের পাশে দাঁড়াল ত্রিপুরা। প্রায় ১৬ টন ত্রাণ সামগ্রী আজ আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সম্ভবত আগামীকাল ত্রাণবাহী ওই ট্রাক শিলচর পৌছাবে। কাছাড় জেলার এডিসি পঙ্কজ ডেকা ওই ত্রাণ সামগ্রী গ্রহণ করবেন। ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোশিয়েশনের উদ্যোগে ওই ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। সংগঠনের সম্পাদক তথা সদর মহকুমা শাসক আজ একথা জানিয়েছেন।

এদিন তিনি বলেন, শিলচরে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানুষ ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। খাদ্য এবং পানীয় জলের ভীষণ অভাব দেখা দিয়েছে। প্রতিবেশী রাজ্য হিসেবে তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। দুই রাজ্যের সম্প্রীতির সম্পর্ক আরো মজবুত করার লক্ষ্যেই বন্যা দূর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স এসোশিয়েশনের পক্ষ থেকে প্রায় ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী শিলচরে বন্যা দূর্গতদের জন্য আজ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা উজ্জ্বয়ন্ত প্রাসাদের সামনে থেকে ত্রাণবাহী ওই ট্রাক শিলচরের উদ্দেশ্যে রওয়ানা করেছেন।

সদর মহকুমা শাসক বলেন, ১০০ কুইন্টাল চাল, ২০ কুইন্টাল ডাল সহ শিশু খাদ্য সামগ্রী দুধ, বিস্কুট, কেক এবং চিড়া ও গুড় পাঠানো হয়েছে। ধর্মনগর থেকে আমাদের সংগঠন এবং প্রশাসনের কর্মকর্তারা ওই ত্রাণ সামগ্রীর সাথে যাবেন। কাছাড় জেলা এডিসি পঙ্কজ ডেকার হাতে ওই ত্রাণ সামগ্রী ত্রিপুরার পক্ষ থেকে তুলে দেওয়া হবে। তাঁর দাবি, আগামীকাল ওই ত্রাণ সামগ্রী শিলচর পৌছে যাবে।

প্রসঙ্গত, গতকাল ধর্মনগর ও কাঞ্চনপুর মহকুমা কেমিস্ট ও ড্রাগিষ্ট এসোসিয়েশনের পক্ষ থেকে শিলচরে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। উত্তর ত্রিপুরা জেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় বন্যা দূর্গতদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *