BRAKING NEWS

Landslide :হিমাচলের মান্ডিতে ভূমিধস, চন্ডীগড়-মানালি হাইওয়ে অবরুদ্ধে হয়ে দুর্ভোগ

মান্ডি, ২৯ জুন (হি.স.): হিমাচল প্রদেশের মান্ডি জেলায়, মান্ডি বাসস্ট্যান্ডের কাছে ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়ল চন্ডীগড়-মানালি হাইওয়ে। মান্ডি বাসস্ট্যান্ডের কাছে ৪ মাইলে ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে মান্ডি থেকে কুল্লু অবধি চন্ডীগড়-মানালি হাইওয়ে। বুধবার সকাল থেকে এই অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছিল, অবিশ্রান্ত বৃষ্টির জন্য ভূমিধসের ঘটনা ঘটেছে। ওই অঞ্চলে রাস্তায় চার লেনের কাজ চলছে, যার কারণে ভূমিধস হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি ট্রাফিক পুনরুদ্ধারের জন্য নিজেদের কর্মী ও যন্ত্রপাতি নিযুক্ত করেছে। শীঘ্রই যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান এক পুলিশ কর্মকর্তা। এদিকে, দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাইওয়ের উভয় দিকে দাঁড়িয়ে পড়ে অসংখ্য যানবাহন। ভোগান্তির শিকার হন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *