BRAKING NEWS

স্কুল ক্রিকেট :‌ কিশোরের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের হ্যাটট্রিক করে ফাইনালের পথে বাইখোরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন।। জয়ের হ্যাটট্রিক করে ফাইনালের পথে আরেকধাপ এগিয়ে গেলো বাইখোরা স্কুল। কিশোর রিয়াং এর অলরাউন্ড পারফরম্যান্সে মঙ্গলবার বাইখোরা স্কুল ১৩৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে ব্রিন্তক সামাজিক সংস্থাকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন ব্যাটে-‌বলে দাপট দেখিয়েই জয় পায় বাইখোরা স্কুল। নিজেদের পরিচিত মাঠ এবং ক্রিকেটপ্রেমীদের পেয়ে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে বাইখোরা স্কুলের ক্রিকেটাররা। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বাইখোরা স্কুল ৩৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০ রান করে। দলের পক্ষে অনুরাগ দেবনাথ ৪৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৭, নয়ন দেবনাথ ২০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬, কিশোর রিয়াং ৩০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৩২,সোহাগ দাস ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, দেব কুমার রিয়াং ১৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮, সৈকত পাল ২৬ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ এবং জয়ন্ত দেবনাথ ৩২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। ব্রিন্তক সামাজিক সংস্থার পক্ষে রাকেস বিশ্বাস (‌৪/‌৬১), সৌরভ বসু (‌৩/‌২২) এবং সোহেল মগ (‌২/‌৭১) সফল বোলার। জবাবে খেলতে নেমে‌‌‌ ব্রিন্তক সামাজিক সংস্থা ২৭.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ২৭ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে রাকেশ বিশ্বাস ৭১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২০, অর্ঘদ্বীপ সেন ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬, কৌস্তবা পাল ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। বাইখোরা স্কুলের পক্ষে কিশোর রিয়াং (‌৪/‌২৮), অনুরাগ দেবনাথ (‌২/‌১৯) এবং দেব কুমার রিয়াং (‌২/‌৩৬) সফল বোলার। ‌‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *