BRAKING NEWS

Kerala Assembly Session : রাহুলের অফিসে হামলা-সহ দুই ইস্যুতে উত্তাল, দিনের মতো মুলতুবি কেরল বিধানসভার অধিবেশন

তিরুবনন্তপুরম, ২৭ জুন (হি.স.): সোনা পাচার মামলা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিসে এসএফআই-এর হামলা, এই দুই ইস্যুতে সোমবার উত্তাল হল কেরল বিধানসভা। কালো শার্ট পরে এদিন কেরল বিধানসভায় আসেন কংগ্রেস বিধায়করা। ইউডিএফ বিধায়করা সোনা পাচার মামলা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিসে এসএফআই দ্বারা আক্রমণের নিন্দা করে স্লোগান দিতে থাকেন।

বিধানসভায় কেরল সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিরোধী বিধায়করা, ব্যানার ও হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন। ক্রমেই উত্তেজনার বাতাবরণ কেরল বিধানসভায়। এরপরই দিনের মতো কেরল বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেন কেরল বিধানসভার স্পিকার। এদিন বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পরই সোনা পাচার মামলা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর অফিসে এসএফআই দ্বারা আক্রমণের বিরোধিতায় স্লোগান দিতে থাকেন বিরোধীরা। তুমুল হৈহট্টগোলের কারণে অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেন অধ্যক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *