BRAKING NEWS

চারটি দোকান নাশকতার আগুনে ছাই, প্রতিবাদে পথ অবরোধ, খোজ নিলেন মানিক সরকার সহ সিপিএম নেতৃত্ব

আগরতলা, ২৭ জুন (হি. স.) : বামফ্রন্টের পোলিং এজেন্টের দোকান সহ চারটি দোকানে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। রবিবার রাতে ওই ঘটনায় আজ শ্যামলীবাজার এলাকায় অবরোধ করেন সিপিএমের কর্মীরা। ওই চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ফলে, ক্ষোভের আগুনে জ্বলছে সিপিএমের কর্মীরা। ঘটনা পরিদর্শনে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার, বিধায়ক রতন ভৌমিক, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব।

এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয়েছে। কারণ, ওই রাস্তা দিয়েই যেতে হয় জিবি হাসপাতালে। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উষ্মা প্রকাশ করে বলেন, বিজেপি নগ্ন রাজনীতি শুরু করেছে। বাঁকা পথে নির্বাচনে জয়ী হয়ে এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শ্যামলীবাজারে আগুনে পুড়ে যাওয়া দোকানগুলি পরিদর্শনে গিয়ে দোকান মালিকদের খোঁজ নিয়েছেন। তাঁদের কাছ থেকে সামগ্রিক বিষয় জেনে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, উপনির্বাচনে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। এখন ভোটে জয়ী হওয়ার পর ভোটারদের বাড়িতে হামলা হচ্ছে। তিনি জানতে চেয়েছেন, সরকার কোথায় রয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং ছাপ্পা ভোটে জয়ী হয়েছেন।এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নির্বাচন পরবর্তী সন্ত্রাসের জন্য বিজেপি-কে এক হাত নিয়েছেন। তিনি বলেন, যত দিন যাচ্ছে শাসক দলের নগ্ন রূপ বেরিয়ে আসছে। ভোটে ব্যাপক রিগিং এবং সন্ত্রাসের পর এখন নির্বাচনে জয়ী হওয়া সত্বেও সাধারণ ভোটারদের উপর হামলা করছে। তাঁর অভিযোগ, বিজেপির গুন্ডারা ত্রিপুরার সাধারণ জনগণের ভোট ছিনিয়ে নিয়েছে। এভাবেই তাঁদের শেষের শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *