মুম্বই, ২৬ জুন ( হি. স.) : রবিবার প্রথমবারের মতো বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কঠোর ভাষা সমালোচনা করলেন শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত। বিদ্রোহী বিধায়কদের পলাতক, অসৎ এবং বিশ্বাসঘাতক বলে অভিহিত করে তিনি তাদের পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানান।
এদিন সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণের বিদ্রোহের উদাহরণ তুলে ধরে বলেন, তিনিও শিবসেনার বিরুদ্ধে বিদ্রোহ করে পদত্যাগ করেছেন। রাউত বলেন, অসমের বন্যায় মৃতদেহগুলি ভাসছে এবং তারা সবাই হোটেলে মজা করছে। তাদের বিরুদ্ধে পুনে ও মুম্বইতে শিব সৈনিকদের বিক্ষোভ চলছে। তিনি আরও বলেন, শিবসেনার একজনই বাবা এবং তিনি হলেন বালাসাহেব ঠাকরে। বিদ্রোহী বিধায়কদের অনেক বাবা হয়েছে। তাই তাদের সকলের বালাসাহেব ঠাকরের নামে ভোট ভিক্ষা করা উচিত নয়। তিনি বলেন, কিছু বিদ্রোহী বিধায়ককে জোর করে গুয়াহাটির হোটেলে রাখা হয়েছে। এই হোটেলের ৪০টি কক্ষে বিধায়কদের রাখা হয়েছে।