BRAKING NEWS

Maharashtra:মহারাষ্ট্র: শিন্দে শিবিরের ১৬ বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ

মুম্বই, ২৫ জুন ( হি. স.) : শিবসেনা বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল। শনিবার দলের কর্মসমিতির বৈঠকে কেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিনই মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার শিন্ডে-সহ ১৬ জন বিদ্রোহী বিধায়ককে ২৭ জুন বিকেল পাঁচটার মধ্যে চিঠির জবাব দিতে নির্দেশ দিয়েছেন। কেন তাঁদের বিধায়ক পদ খারিজ হবে না, তা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। শিন্ডে-সহ ৩৪ জন বিক্ষুব্ধ বিধায়ক ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়ে চিঠি দিয়েছেন। ডেপুটি স্পিকার সেই চিঠি খারিজ করে দিয়েছেন। তাঁর দাবি, বিধায়করা একটি অজ্ঞাতপরিচয় ইমেল আইডি থেকে চিঠি পাঠিয়েছেন। তাই তা খারিজ করা হয়েছে।

এদিন কর্মসমিতির বৈঠকের পরই এক টুইট করে উদ্ধব বলেন, মারাঠি অস্মিতা এবং হিন্দুত্বকে মহারাষ্ট্র থেকে বিসর্জন দেওয়া যাবে না। একনাথ শিন্ডের অভিযোগ, উদ্ধব ঠাকরে হিন্দুত্বকে বিসর্জন দিয়েছেন। তার জবাব শনিবার টুইটে দিলেন উদ্ধব। এদিন শিবসেনার জাতীয় কর্মসমিতি একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়কদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবও নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *