ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।।নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে আত্মবিশ্বাসী ত্রিপুরা। প্রতিপক্ষ দাদরা এন্ড নগর হাবেলী । এল এন আই টি মাঠে আজ দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। অসমের সোনাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ জাতীয় জুনিয়র বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। মহারাষ্ট্রের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পন করার পর সোমবার চন্ডিগড়ের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় ত্রিপুরার ফুটবলাররা। ওই আত্মবিশ্বাসকে পুজি করেই আজ দাদরা এন্ড নগর হাবেলী জয় করতে চাইছে ত্রিপুরা। ওই ম্যাচে ভালো ফলাফল করার জন্য মঙ্গলবার দুপুরে শেষ প্রস্তুতি সেরে নেয় ত্রিপুরার ফুটবলাররা। খানাপাড়া মাঠে এদিন অনুশীলন করানো হয়। মূলত ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপরই জোর দেন কোচ শুভেনজিৎ সিনহা। অপরদিকে প্রথম ম্যাচে শক্তিশালী ওড়িশার বিরুদ্ধে পয়েন্ট ভাগ করে দাদরা এন্ড নগর হাবেলী দলের ফুটবলাররাও চাইছে ত্রিপুরা জয় করতে। ফলে লড়াই হবে জমজমাট। তবে যে দলের ফুটবলাররা মাঝমাঠ দখলে নিতে পারবে, সেই দলই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে বলে মনে করছেন দুদলের কোচ। দুদলের কোচই জয় পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী।
2022-06-21

