ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জুন।।স্থগিত রাখা হলো স্কুল ক্রিকেট। মুষলধারে বৃষ্টির জন্য। ক্রমাগত বৃষ্টিতে মাঠের অবস্থা খারাপ হয়ে গেছে। ফলে বাধ্য হয়েই আসর স্থগিত রাখার সিদ্ধান্ত নিলো মহকুমা ক্রিকেট সংস্থা। টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক অসীম চৌধুরি এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। তিনি জানান, মুষলধারে বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। এতে মাঠের অবস্থা খারাপ হয়ে গেছে। ফলে সোমবার থেকে আপাতত আসর স্থগিত রাখা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য। বৃষ্টি কমে গেলে পুনরায় শুরু হবে আসর। ১৬ জুন থেকে শুরু হয়েছিলো আসর। ৪ দলীয় আসর হবে ডাবল লিগ ভিত্তিতে। উদ্বোধনী দিনে বৃষ্টির জন্য ওভার কমিয়ে ১৫ করা হয়েছিলো। তাতে জয় পেয়েছিলো বাইখোরা স্কুল। এরপর থেকেই বৃষ্টির জন্য আর খেলা চালানো সম্ভব হচ্ছিল না, পরিত্যক্ত হয়েছিলো ৩ টি ম্যাচ। অবশেষে আসর স্থগিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো মহকুমা ক্রিকেট সংস্থা।
2022-06-20

