Alipore Zoo : আলিপুর চিড়িয়াখানার খাঁচার গড়ন বদলের ভাবনা

কলকাতা, ১৯ জুন (হি. স.): কিছুদিন আগেই শিম্পাঞ্জি বিভ্রাটে মাথায় চিন্তার ভাঁজ পড়েছিল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের । হঠাৎই সকলের চোখ এড়িয়ে খাঁচা থেকে বেরিয়ে যায় শিম্পাঞ্জি । এই ঘটনায় নিরাপত্তার কথা ভেবে খাঁচার গড়ন বদলের ভাবনা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের ।

গত সোমবার অন্যান্য দিনের মত দর্শনার্থীদের ভিড় ছিল আলিপুর চিড়িয়াখানায় । সেই সময়ে শিম্পাঞ্জির খাঁচায় খাবার দিতে আসে চিড়িয়াখানা কর্তৃপক্ষরা । আর ঠিক সেইসময় সকলের চোখে ধুলো দিয়ে | খাঁচা থেকে বেরিয়ে যায় শিম্পাঞ্জি । খাঁচা থেকে বেরিয়ে এদিক-ওদিক ঘুরতে থাকে সে । শিম্পাঞ্জি বুড়ি খাঁচা থেকে কিভাবে বেরলো এই নিয়ে আলিপুর চিড়িয়াখানার নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন । এই ঘটনার পরে নড়েচড়ে বসেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ । নিরাপত্তার কথা ভেবে খাঁচার গড়ন বদলের ভাবনা । আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে শিম্পাঞ্জির যে খাঁচা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *