Churaibari : চুরাইবাড়িতে অটো থেকে গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  সন্দেহের নজরে চুরাইবাড়ি থানার পুলিশ৷ অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টে কোটি কোটি টাকার গাঁজা আটক করছে, কিন্তু ব্যর্থ ত্রিপুরার চুরাইবাড়ি থানার পুলিশ৷ সুত্রে প্রকাশ, ৬ জন যাত্রী সহ টিআর ০৫-২৩৪৭ নাম্বারের একটি যাত্রীবাহী অটো আটক করা হয় দুপুর ১ নাগাদ৷ যাত্রীবাহী অটোতে আনুমানিক ৭০ কেজি গাঁজা পাওয়া গেছে বলে খবর৷ যাত্রীরাই গাঁজার মালিক এমন খবর আসছে৷ দুপুর থেকে রাত সাড়ে নয়টা অবধি তাদের থানায় আটকে রাখা হয়েছে৷ কিন্তু এফ আই আর নেওয়া হয়নি বলে সুত্রের খবর৷এফ আই আর না হওয়ার কি কারণ? এবিষয়ে চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মাকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি আমতা আমতা করে বলেন হ্যাঁ ধরা হইছে ৬০ না ৭০ কেজি তিনি তা বলতে পারছেন না৷ অটোর প্যাসেঞ্জারদের নিয়ে নাকি পুলিশ সমস্যায় পড়েছে৷ প্রশ্ণ হচ্ছে এতোটা সময় পরে ও ৬০-৭০ কেজী গাঁজার জন্য পুলিশ কেন এফ আই আর নিলো না৷ এফ আই আর হয়েছে কিনা তার কোন সঠিক উত্তর দিতে পারেননি থানার ওসি৷ বললেন আমরা দেখছি৷