দক্ষিণ কাশ্মীরে পুলিশ কর্মীকে গুলি করে খুন! ধানক্ষেত থেকে উদ্ধার গুলিবিদ্ধ দেহ

শ্রীনগর, ১৮ জুন (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় রহস্যজনক মৃত্যু হল এক পুলিশ কর্মীর। বাড়ির কাছেই ধানক্ষেত থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় ওই পুলিশ কর্মীর। নিহত পুলিশ কর্মীর নাম-সাব ইন্সপেক্টর ফারুক আহমেদ মীর। তাঁর বাড়ি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরে এলাকার সাম্বুরা গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান, জঙ্গিরা গুলি করে খুন করেছে ওই পুলিশ কর্মীকে। জম্মু-কাশ্মীর পুলিশের আইআরপি ২৩ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন ওই পুলিশ কর্মী।

শনিবার সকালে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, শনিবার ফারুক আহমেদ মীর নামে এক পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। বাড়ির কাছেই ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নিজের ধানক্ষেতে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি, সেই সময় সন্ত্রাসীরা তাঁকে পিস্তল থেকে গুলি চালিয়ে হত্যা করেছে।