BRAKING NEWS

মিজোরাম ও অসমের জল ঢুকে কুর্তি এলাকায় বন্যা পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷  মুষলধারে  বর্ষণে জলমগ্ণ উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের কুর্তি এলাকার মানিক নগর৷প্রায় ৯২ টি পরিবার বর্তমানে জলবন্দি৷জলবন্দি গৃহপালিত পশুও৷ছোটবড় সাত আটটি ছড়া ও দুই তিনটি নদীর জলে প্লাবিত গোটা অঞ্চল৷ মিজোরাম ও অসমের জল কুর্তি এলাকায় তীব্র বেগে প্রবেশ করছে৷ বর্তমানে কুর্তী এলাকায় বাড়ছে ছড়া ও নদীর জল৷ বিপদসীমার উপরে বইছে ছড়া ও নদী৷ মানুষের মাঝে তীব্র আতঙ্ক৷ পঞ্চায়েতের তরফে জলবন্দি মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে৷ দুদিনের অবিশ্রান্ত হালকা ও মাঝারী বর্ষণে রাজ্যের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির৷ 

বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন নদী নালা ফুলে ফেপে উঠে রূপ নিয়েছে বন্যার৷ এর জেরে প্লাবিত হয়েছে রাজ্যের বিভিন্ন নিম্নাঞ্চল৷ প্রশাসনিকভাবে খোলা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অনেক বন্যাদূর্গতরা৷এদিকে ঊনকোটির কুমারঘাট মহকুমা এলাকায় টানা বর্ষনের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন৷ এলাকায় বন্যা পরিস্থিতর সৃষ্টি না হলেও ধীরে ধীরে বাড়ছে মহকুমার মনু এবং দেও নদীর স্বাভাবিক জলস্তর৷ এবিষয়ে মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন এলাকায় বন্যা পরিস্থির সৃষ্টি হলে তা মোকাবেলায় প্রস্তুত রয়েছে মহকুমা প্রশাসন৷ ইতিমধ্যেই স্পর্শকাতর এলাকার পঞ্চায়েত জনপ্রতিনিধিদের নিয়ে পরিস্থিতি মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি বৈঠকও সেরে নেওয়া হয়েছে৷ পরিস্থিতি মোকাবেলায় নৌকার বন্দোবস্ত থেকে শুরু করে বিপর্যয় মোকাবেলা বাহিনীও তৈরী রাখা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *