নয়াদিল্লি, ১৭ জুন (হি. স.) : ‘অগ্নিপথ যোজনা’-র প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের মাঝেই এতে নিয়োগ নিয়ে টুইটারে ঘোষণা করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এতে ন্যূনতম বয়সবৃদ্ধির কথাও জানান তিনি।
তিনি শুক্রবার লিখেছেন, “কেন্দ্রীয় সরকার ঘোষিত ‘অগ্নিপথ যোজনা’ ভারতের যুবকদের জন্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ দেওয়ার এবং দেশের সেবা করার একটি সুবর্ণ সুযোগ। গত দুই বছর ধরে সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া না থাকায় অনেক যুবক সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পাননি। তাই যুবকদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে, সরকার এ বার অগ্নিবীর নিয়োগের বয়সসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ বছর করেছে। এই বয়সসীমা বাড়ানোয় অনেক যুবক অগ্নিবীর হওয়ার সুযোগ পাবে।
তরুণদের ভবিষ্যতের প্রতি তাঁর উদ্বেগ এবং সংবেদনশীলতার জন্য আমি প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি তরুণদের কাছে আবেদন জানাচ্ছি, কয়েকদিনের মধ্যেই সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এর জন্য তারা তাদের প্রস্তুতি শুরু করে দিক