Election: উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারকের সূচী জারি, কেন্দ্রীয় মন্ত্রী সহ ১৮ জন বাইরে থেকে আসছেন প্রচারে

আগরতলা, ১৬ জুন (হি. স.) : শেষ মুহুর্তে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে একঝাঁক তারকার সমাবেশ ঘটছে ত্রিপুরায়। উপনির্বাচনে তারকা প্রচারকের সূচী জারি করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী সহ ১৮ জন বাইরে থেকে আসছেন প্রচারে। সবমিলিয়ে মোট ৪০ জনের তারকা প্রচারকের তালিকার ঘোষণা করা হয়েছে। তাতে, পশ্চিমবঙ্গ থেকেই আসছেন দলের পাঁচজন নেতৃত্ব। এছাড়া, আসছেন অসম, মণিপুর এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীও

প্রচারে বিজেপির সাথে টেক্কা দেওয়া বড়ই কঠিন। অন্তত সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে তা বুঝতে পেরেছে। ছোট-বড় যেকোন নির্বাচনে বিজেপি নেতৃত্ব সমান ভাবে নির্বাচনী কাজে নিজেদের উজাড় করে দেন। সে মোতাবেক ত্রিপুরায় চারটি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি ৪০ জনের তারকা প্রচারকের সূচী জারি করেছে।

তালিকায় ত্রিপুরার বাইরে থেকে রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু, সাংসদ দিলীপ ঘোষ, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খানডু, কৈলাশ বিজয়বর্গীয়, কেন্দ্রীয় মন্ত্রী রমেশ্বর তেলি, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, কেন্দ্রীয় মন্ত্রী নিতীশ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, সাংসদ বিনোদ সোনকর, অজয় জামওয়াল, পশ্চিমবঙ্গ বিজেপি প্রদেশ সভাপতি ড. সুকান্ত কুমার মজুমদার, রূপা গাঙ্গুলী, অশোক সিংঘাল, জয়ন্ত মল্ল বড়ুয়া এবং ফনীন্দ্রনাথ শর্মা।

এছাড়া রাজ্য থেকে তারকা প্রচারকের তালিকায় রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সাংসদ রেবতী ত্রিপুরা, জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া, প্রদেশ বিজেপি সহ  সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, সরকারী মুখ্য সচেতক কল্যাণী রায়, উত্তরা দেববর্মা, পাতাল কন্যা জমাতিয়া, অমিত রক্ষিত, প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায়, প্রদেশ সাধারণ সম্পাদক কিশোর বর্মণ, প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, কৃষি মন্ত্রী প্রণজিত সিংহ রায়, খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, কারা মন্ত্রী রাম প্রসাদ পাল, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী ভগবান দাস এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *