জলন্ধর, ১৫ জুন (হি.স.) : পঞ্জাবের জলন্ধর থেকে জলন্ধর-দিল্লি বিমানবন্দর ভলভো বাস পরিষেবার সূচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বুধবার সবুজ পতাকা নেড়ে জলন্ধর-দিল্লি বিমানবন্দর ভলভো বাস পরিষেবার সূচনা করেছেন দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী। এই বাস পরিষেবার সূচনা করার পর কেজরিওয়াল বলেছেন, ঐতিহাসিক মুহূর্ত। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জলন্ধরের শহীদ ভগৎ সিং ইন্টারস্টেট বাস টার্মিনাল পর্যন্ত চলাচল করবে এই সুপার ডিলাক্স ভলভো বাস।
এদিন নিজের বক্তৃতায় অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আমি বিরোধী দলগুলির কাছে জানতে চাই, ভগবন্ত মান কী গুন্ডাদের সঙ্গে নিয়ে এসেছেন? এই গুন্ডাদের জন্ম আগের সরকারের আমলে। গুন্ডা, দেশবিরোধীদের কেউ সুরক্ষা দিতে পারবে না। পটিয়ালা সংঘর্ষের অভিযুক্তরা ২৪ ঘণ্টার মধ্যে ধরা পড়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে পঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে।” কেজরিওয়াল আরও বলেছেন, “পঞ্জাবে এখন সৎ সরকার আছে। বিগত ৩ মাসে এই পঞ্জাব সরকার এমন কিছু অর্জন করেছে যা পূর্ববর্তী সরকারগুলি ক্ষমতায় থাকাকালীন বছরের পর বছর ধরে অর্জন করতে পারেনি।”