নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.) : দিল্লি পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেছেন, দিল্লি পুলিশের গুন্ডামি চরমে পৌঁছেছে। কংগ্রেস দফতরে ঢোকা কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এই প্রসঙ্গে সূরেজওয়ালা বলেছেন, এটা অপরাধমূলক অনধিকার প্রবেশ। ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ইডি-র জিজ্ঞাসাবাদ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি রাজধানীতে। সোমবার ও মঙ্গলবারের পর বুধেও রাহুলকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা।
প্রতিবাদে ফের গর্জে উঠেছেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের সদর দফতরে ঢুকে কর্মীদের মারধর করছে পুলিশ, এমন অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। অভিযোগ, কংগ্রেস কার্যালয়ের সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে পুলিশ। ক্ষোভের প্রকাশ এদিন রণদীপ সুরজেওয়ালা বলেছেন, দিল্লি পুলিশ কংগ্রেস অফিসে ঢুকে আমাদের কর্মীদের মারধর করেছে। এটি অপরাধমূলক অনধিকার প্রবেশ। তাঁদের গুন্ডামি চরমে পৌঁছেছে। এটা সহ্য করা হবে না এবং এজন্য মূল্য চোকাতে হবে।কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা আরও বলেছেন, “আমরা এফআইআর দায়ের করার দাবি জানাচ্ছি, তাঁদের (দিল্লি পুলিশ) বরখাস্ত করা হোক এবং শাস্তিমূলক তদন্ত শুরু করা হোক। আগামীকাল কংগ্রেস সারা ভারত জুড়ে সমস্ত রাজভবন ঘেরাও করবে। পরশু সমস্ত জেলা পর্যায়েও বিক্ষোভ হবে।”