আগরতলা, ১৪ জুন : দ্বিতীয় দিনেও ত্রিপুরা মেডিক্যাল কলেজের ইনটার্ন চিকিৎসকেরা বিক্ষোভ কর্মসূচীতে চালিয়ে যাচ্ছেন। আজতাঁরা হোস্টেলে জলের সমস্যার বিষয়টিও তুলে ধরেছেন।
এদিন সকাল থেকে ফের তাঁরা কর্মবিরতীতে নামেন। তাঁদের বক্তব্য, দুই দিন ধরে হোস্টেলে জল নেই। ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। ফি দিয়ে থাকছেন, অথচ সামান্য জলের পরিষেবাও তাঁরা পাচ্ছেন না, ক্ষোভের সুরে বলেন ইন্টার্ন চিকিত্সকেরা।
দ্বিতীয় দিনেও তারা নিজেদের দাবিতে অনড় ছিলেন। বিগত ৪ বছর যাবত সম্মানিক ভাতা বৃদ্ধি করা হচ্ছে না। তার উপর অতিরিক্ত পরিশ্রম করেও যে ভাতা পাচ্ছেন তা খুবই নগণ্য। তাঁদের ১৪ হাজার ৫০০ টাকা দেওয়া হলেও, ২ হাজার টাকা হোস্টেল ফি বাবদ কেটে রাখা হচ্ছে। ফলে, ১২ হাজার ৫০০ টাকা করে পাচ্ছেন তাঁরা।এদিনও ভাতা বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন ইনটার্ন চিকিৎসকেরা। কর্মবিরতীর পর হাসপাতালের সুপার তাদের ডেকে কথা বলেছেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। কিন্তু ইনটার্ন চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি পূরণ হলে তবেই কর্মবিরতী প্রত্যাহার হবে। এদিনের কর্মবিরতী থেকে ফের ইনটার্ন চিকিৎসকেরা জানান, তাঁরা কাজে যোগ দিতে রাজী। কিন্তু তাঁদের সাম্মানিক ভাতা বৃদ্ধি করা হোক।